নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বাঁশখালীতে চুরির অভিযোগে ২ যুবককে ধরে পুলিশে দিল জনতা।

 বুধবার , ৮ জানুয়ারি,২৫

বাঁশখালীতে চুরির অভিযোগে শোয়াইব উদ্দিন ও তুষার নামের দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলা জঙ্গল গুনাগরী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক কৃত শোয়াইব উদ্দিন কালীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার রফিক উদ্দিনের ছেলে ও একই এলাকার আবু সৈয়দের ছেলে তুষার।

স্থানীয় ইউপি সদস্য জিসান মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শোয়াইব ও তুষারের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে বিভিন্ন চুরির অভিযোগ রয়েছে। এছাড়াও গত ৪ জানুয়ারি জঙ্গল গুনাগরী কলেজ গেট এলাকার ইসমাইল হোসেন বাপ্পির চা-দোকান চুরির অপরাধে তাদের আটক করা হয়, চোরের দল পাশের একটি মহিলার ঘর থেকে টেলিভিশন চুরি করার কথা একটি ভিডিওতে বলতে শোনা গেছ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল বলেন,  জঙ্গল গুনাগরী গ্রামে বিভিন্ন চুরির অভিযোগে শোয়াইব উদ্দিন ও তুষার নামের ২ যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

 

আরও পড়ুন