বাঁশখালীর সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী স্মৃতি জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সাগর উপকূলে রত্নপুর ফুটবল ক্লাবের আয়োজনে শুক্রবার সন্ধ্যায়। ফাইনাল খেলায় শহীদ ওয়াসিম ফুটবল একাদশ টাইব্রেকারে কর্ণফুলী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকলে পরে তা টাইব্রেকারে গড়ায়। খেলা শেষে প্রকৌশলী মোরশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক জালাল উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট শওকত ওসমান, বাহারচড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদ বাহার চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী,দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর,ফরহাদুল ইসলাম, সরল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন, কালীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রবিউল হুসাইন শাপলা,নুর হোসেন চৌধুরি, আমির হোসেন, মেম্বার ইসমাঈল,মহিউদ্দিন জাহাঙ্গীর, এবাদুল হক,আব্দুস সালাম,মাস্টার মোক্তার আহমদ চৌধুরী, ডা.আবুল কালাম,নাসির উদ্দিন,ইউনুস খান, রফিকুল ইসলাম