সোমবার ১৩ জানুয়ারি, ২০২৫
চট্রগ্রামের বাঁশখালীতে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল রবিবার সকাল সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডে পুটখালী ব্রীজের দক্ষিণে পাশে চেক পোস্ট বসিয়ে টেকনাফ হোয়াইক্যং ইউপির ৯নং ওয়ার্ডের মধ্যম হীলা পাড়া হাসান মেম্বার বাড়ির রহমতের পুত্র প্রকাশ সোনা মিয়াকে (৫১) ১ হাজার ৫০০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
অপরদিকে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: রমিজকে গোপন সংবাদের ভিত্তিতে চুনতী অলিশাহ মাজার সামনে থেকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে বাঁশখালী থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।