নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রামগতিতে জাতীয় পার্টির স্মরণসভা পন্ড। ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর। তাহিরপুরে বালু বোঝাই স্টিলবডি নৌকাসহ দু’জন আটক। একটি বড় জনগোষ্ঠী মাদকের সাথে সংশ্লিষ্ট, তারা এটাকে জীবিকা হিসেবে নিয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি মাদক ঢুকে পড়ছে। উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের হাতে ১১টি মহিষ জব্দ । শহিদ আবু সাইদ হত্যার বিচার জীবদ্দশায় দেখে যেতে চান পরিবারের সদস্যরা। রোহিঙ্গা শিবিরগুলোতে হঠাৎ করে শিক্ষাকেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৫ লাখ শিশু। জুলাইয়ে তরুণরা যা করেছে, তা ইতিহাসে চিরস্মরণীয়: প্রধান উপদেষ্টা। প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত।

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু।

নিউজ ডেস্কঃ

বুধবার , ১২ মার্চ, ২০২৫

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া (৭৩) নামের এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। সে উপজেলার সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আশিঘর পাড়া এলাকার মৃত মনির আহমদের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে,গতকাল মঙ্গলবার রাত  এগারোটার দিকে নামাজ পড়ার জন্য ওজু করতে নিজ বসতঘরের মোটরে সুইচ দিতে গিয়ে আছিয়া বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।পরে গুরুতর আহত অবস্থায় আছিয়া বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সরল ইউনিয়নে রাতে নামাজ আদায় করার জন্য মোটরে সুইচ দিতে গিয়ে আছিয়া বেগম নামের এক বয়স্ক নারী বিদ্যুতায়িত হয়ে ওই নারী মারা যান। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

আরও পড়ুন