নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বাঁশখালীতে শেখ হাসিনার সরকার বলাতে মাইক জব্দ করে পুলিশ। 

বাঁশখালিতে বিজয় দিবসের নামে ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’— এমন গান বাজিয়ে উল্লাস করছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তিনটি মাইক জব্দ করে নিয়ে আসে।

গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাঁশখালীর ছনুয়া গ্রামের বলী বাজার এলাকায় এ   ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. হারুনুর রশীদের ছোট ভাই ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আবদুল আজিজ টিপুর নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী বিজয় দিবস পালনের নামে উসকানিমূলক গান-বাজনা করছিল।

বিষয়টি স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা জানতে পারলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে খবর পেয়ে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) হাফিজের রহমানের নেতৃত্বে একদল পুলিশ গান-বাজনায় ব্যবহৃত মাইক ৩টি থানায় নিয়ে যায়।

বিএনপির সভাপতি মিজান মিয়া বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের মিছিলে হামলা করা আসামিরা এলাকায় এসে বিজয় দিবসের নামে উসকানিমূলক গান-বাজনা করছিল। ওরা বলাবলি করে সারাদিন শেখ মুজিব ও শেখ হাসিনার গান-বাজনা হবে। কেউ বাঁধা দিতে আসলে লাশ ফেলা হবে। তখন আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।’

অপরদিকে গণ্ডামারা ইউনিয়নের গণ্ডামারা ব্রীজের পূর্ব পাশে দুটি মাইক টাঙিয়ে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজালে এসএস পাওয়ার প্ল্যান্ট পুলিশ ফাঁড়ির সদস্যরা মাইক ও ব্যাটারি জব্দ করে নিয়ে যায়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, স্থানীয় হামিদ সওদাগরের দোকানে ৩ টি মাইক টাঙিয়ে গান-বাজনা করছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা। তাৎক্ষণিক পুলিশ হাজির হলে জড়িতরা পালিয়ে যায়। মাইক ৩টি থানায় নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন