নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্টগ্রামে চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০ ভরি স্বর্ণ। আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ। এনসিপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন : মির্জা আব্বাস। নগরীতে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার। ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত আদেশের কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সাতকানিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানকে  লোহাগাড়ায় পুলিশ দেখে পালানোর চেষ্টা, অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার। শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত সায়েন্সল্যাব, ২ দিন বন্ধ থাকবে ঢাকা কলেজ। নারায়ণগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরির সুযোগ।

বাংলাদেশ থেকে আটক ২৬ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি।

নিউজ ডেস্কঃ
 শনিবার,৫ মার্চ, ২০২৫
অবশেষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর প্রচেষ্টায় আরাকান আর্মির হাতে আটক হওয়া ২৬ জেলেকে বাংলাদেশের টেকনাফে ফেরত আনা হয়েছে। তাদের মধ্যে ৫ জন বাংলাদেশি এবং ২১ জন রোহিঙ্গা জেলে রয়েছে।
আজ শনিবার বিকাল ৫টার দিকে তারা টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া সংলগ্ন ট্রানজিট জেটিঘাটে এসে পৌঁছায়।বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
বিজিবি জানায়, গত ১লা মার্চ এবং ১১ ফেব্রুয়ারি টেকনাফের কে কে খাল এবং শাহপরীর দ্বীপ ট্রলারঘাট থেকে ২৬ বাংলাদেশি ও এফডিএমএন (রোহিঙ্গা) জেলে ৫টি ইঞ্জিন চালিত নৌকায় মাছ ধরার জন্য নাফনদী ও বঙ্গোপসাগরে গিয়েছিল। মাছ ধরতে গিয়ে তারা ভুলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে। এরপর আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে নৌকাসহ আটক করে নিয়ে যায়।
পরে আটক বাংলাদেশি জেলেদের ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে আরাকান আর্মির সঙ্গে কার্যকরী যোগাযোগ স্থাপন করে বিজিবি। দীর্ঘদিনের মধ্যস্থতায় টেকনাফ ব্যাটালিয়নের মাধ্যমে ২৬ জেলেকে ফিরিয়ে আনা হয়।
শাহপরীর দ্বীপ বাজার পাড়ার বাসিন্দা মো. ইব্রাহিম বলেন, ‘গত এক সপ্তাহ আগে ৫ মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ভাসতে ভাসতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ আটক করে নিয়ে যায়। অবশেষে বিজিবির প্রচেষ্টায় ফেরত আসে তারা।’
ফেরত আসা জেলে রোহিঙ্গা আব্দুল আমিন বলেন, ‘গত ৩১ দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। একপর্যায়ে বিজিবি’র প্রচেষ্টায় তারা ফিরে আসতে সক্ষম হয়।’
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‌‌‌‘বিজিবির প্রচেষ্টায় মাছ শিকারে যাওয়া আটক ২৬ জেলেকে ফেরত আনা হয়েছে। বাকিদেরও ফেরত আনার প্রচেষ্টা চলছে।’
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, এ ঘটনায় আবারও প্রমাণ হয়েছে দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি এক অপ্রতিরোধ্য শক্তি। দেশের মানুষের জীবন রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও সদা প্রস্তুত।

 

আরও পড়ুন