নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোডে চলন্ত প্রাইভেটকারে গুলি চালিয়ে দুজনকে হত্যার ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে বেলাল ও ফটিকছড়ি উপজেলা থেকে মানিক নামে ২জনকে আটক করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ফুটেজে বেলালকে গুলি চালাতে দেখা গেছে। গ্রেপ্তারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে। একই সঙ্গে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
এর আগে শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত ৩: ৩০ মিনিটের দিকে বাকলিয়া এক্সেস রোডে অবৈধ বালুর মহাল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটে। একাধিক মোটরসাইকেলযোগে একটি সশস্ত্র দল ফিল্মি কায়দায় প্রতিপক্ষের একটি প্রাইভেটকার ধাওয়া করে। কয়েক কিলোমিটার ধাওয়া দেওয়ার পর তারা গাড়িটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে আবদুল্লাহ ও মানিক নামে ২জন নিহত হন এবং আরও দুজন গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় নিহতদের স্বজন ও আহতরা অভিযোগ করেন, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।ঘটনার পর নিহত বখতেয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে গত ১ এপ্রিল বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ, তার স্ত্রীসহ সাতজনকে আসামি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।