নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বান্দরবানের লামা পাহাড় কাটার দায়ে ৭ লক্ষ টাকা জরিমানা।

বান্দরবানের লাময় ফাইতং ইউনিয়নের লম্বাশিয়া পাড়ার শিবাতলী পাড়া ও হরিণখাইয়া নামক স্থানে ইটভাটায় পাহাড় কর্তনের অপরাধে ৭টি ইটভাটাকে সাত লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (০১ জানুয়ারি) সকালে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব।এ সময় অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে ইটভাটা মালিকদের সতর্ক করেন।

লামা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব বলেন, কোনো ইটভাটার অনুমতি দেওয়া হয়নি। বান্দরবান জেলা প্রশাসকের নির্দেশনায় পাহাড় কাটা, বালি উত্তোলন ও পরিবেশ ধ্বংসকারী ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

 

 

আরও পড়ুন