নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিচারপ্রার্থী মানুষের কল্যাণে, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ। অভিনেত্রী হুমায়রার মরদেহ গ্রহণ করতে চায় না পরিবার। হয়রানিমূলক মামলা-গ্রেপ্তার ঠেকাতে ফৌজদারি কার্যবিধি সংশোধনের অধ্যাদেশ জারি। অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শেখ হাসিনার কন্যাকে। মিটফোর্ডে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা।। ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: বড়বোন নিহত, নিখোঁজ ছোটবোন। বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত। নিউইয়র্কে বাঙালিয়ানা—কনস্যুলেটের আয়োজনে বাংলা নববর্ষ ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন। সংসদ নির্বাচনে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে : বিজিবি মহাপরিচালক। ইতিহাসের বিশেষ ১টি সময় অতিবাহিত করছি: জামায়াত সেক্রেটারি।

বান্দরবানে নিখোঁজ এক নারী মরদেহ উদ্ধার।

 

নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার, ১৩ জুন, ২০২৫

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম তৈনখালের উজানে ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া ৩ পর্যটকের মধ্যে আরও ১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তৈনখালের আমতলী নৌঘাট এলাকা থেকে স্মৃতি নামের এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার ভোরে নিখোঁজ পর্যটক নড়াইলের শেখ জুবাইরুল ইসলামের মরদেহ মাতামুহুরি নদী থেকে উদ্ধার করা হয়। এ নিয়ে গত দুই দিনে দুটি মরদেহ উদ্ধার হলো। এখনও নিখোঁজ রয়েছেন হাসান চৌধুরী নামে এক পর্যটক।স্থানীয়রা জানান, সকালে তৈনখালের পানিতে মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, আজ সকালে আরও একজন নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হাসান চৌধুরীর সন্ধানে অভিযান চলছে। দুর্গম ও নেটওয়ার্কবিহীন এলাকায় অভিযান চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ট্যুর গাইড ও পুলিশের তথ্যমতে, ‘ট্যুর এক্সপার্ট’ নামের একটি ট্যুর গ্রুপের ৩৩ সদস্যের একটি দল বুধবার বর্ষা নামের একজন অ্যাডমিনের নেতৃত্বে আলীকদমে পৌঁছায়। দলের কো-হোস্ট ছিলেন হাসান চৌধুরী এবং স্থানীয় গাইড হিসেবে ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা।

তাদের উদ্দেশ্য ছিল আলীকদম উপজেলার ক্রিসতং পাহাড় ও থানচির লিমান লিবলু এবং সাকাহাফং চূড়া জয় করা। ভ্রমণকারী দলটি দুই ভাগে বিভক্ত হয়। এক দলে ২২ জন এবং অন্য দলে ১১ জন ছিলেন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও রেডক্রিসেন্ট সোসাইটির জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিমন জানান, আমি ঘটনাস্থলে রয়েছি। আজ উদ্ধার হওয়া মরদেহ নিখোঁজ দুই পর্যটকের মধ্যে একজন।

আরও পড়ুন