নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর মগবাজারে রিক্সা শ্রমিকদের নিয়ে জামায়াতের মতবিনিময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ইফতার বিতরণ। মাস ব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করেন। পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে: যুবদল নেতা এমদাদুল হক। জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ইফতার মাহফিল। ঈদে চট্টগ্রামের নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান। সন্দ্বীপ যাবে আজ স্বপ্নের ফেরি। সন্দ্বীপের সঙ্গে সরাসরি ফেরি যোগাযোগ শুরু।

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

নিজস্ব প্রতিবেদকঃ

সোমবার  ১০ মার্চ, ২০২৫

বান্দরবান  জেলার পার্বত্য এলাকায় সড়ক দুর্ঘটনায় রাশেদুল (২৩) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

গতকাল রোববার মার্চ ২৫ সন্ধ্যায় বান্দরবান-কেরানীহাট  স্থানীয়রা জানান, বান্দরবান সদর উপজেলার কেরানীহাট-বান্দরবানের মাঝেরপাড়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাশেদুল ইসলামের মৃত্যু হয়। তিনি বান্দরবান বাজারের চাল ব্যবসায়ী মো. ওসমানের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করেছে।

মাঝেরপাড়ার বাসিন্দা প্রত্যক্ষদর্শী মো. নাছির বলেন, নিহত যুবক মোটরসাইকেলে কেরানীহাট থেকে বান্দরবান ফেরার পথে মাঝেরপাড়া এলাকায় চট্টগ্রামগামী কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, ওষুধ কোম্পানির গাড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

 

আরও পড়ুন