আমারদেশ২৪
বুধবার ০৫ মার্চ ২০২৫
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অনুমোদনবিহীন রাজা ব্রিকস নামের একটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ সময় ইটভাটাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ বুধবার দুপুরে রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা এলাকার রাজা ব্রিকসে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।
অভিযানে বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও এয়ারপোর্ট থানা পুলিশ অংশ নেয়। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাবুগঞ্জে অবৈধ ইটভাটাগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার দুপুরে দোয়ারিকা এলাকায় রাজা ব্রিকসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।
এ সময় ইটভাটাটি লাইসেন্স ছাড়া ইট পোড়ানো, জ্বালানি কাঠ পোড়ানো ও ড্রাম চিমনি ব্যাবহারসহ বিভিন্ন অপরাধে ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ আনুযায়ী একটি মামলায় ৮০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও ইট ভাটা চুল্লি ভেঙ্গে গুড়িয়ে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না বলেন দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া এবং নিয়ম অমান্য করে ইটভাটাটি কার্যক্রম চালিয়ে আসছে। উপজেলা প্রশাসন নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভাটাটিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।