নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর মগবাজারে রিক্সা শ্রমিকদের নিয়ে জামায়াতের মতবিনিময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ইফতার বিতরণ। মাস ব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করেন। পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে: যুবদল নেতা এমদাদুল হক। জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ইফতার মাহফিল। ঈদে চট্টগ্রামের নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান। সন্দ্বীপ যাবে আজ স্বপ্নের ফেরি। সন্দ্বীপের সঙ্গে সরাসরি ফেরি যোগাযোগ শুরু।

বায়েজিদে বিদেশি পিস্তলসহ ২ সন্ত্রাসী আটক।

আমারদেশ২৪

রবিবার , ৯ মার্চ, ২০২৫

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা পুলিশের বিশেষ অভিযানে ২ দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক হয়েছে।অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গতকাল শনিবার  রাত সাড়ে ১১ টায় অক্সিজেন থেকে ২নং গেটগামী একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. জালাল হোসাইন আশফাক (২০) মো. নাঈমুল হক নাহিয়ান (১৯)।

তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় অবৈধ অস্ত্র মজুদ ও সন্ত্রাস বিরোধী আইনে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. আরিফুর রহমান জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবসময় সতর্ক রয়েছে।

 

 

আরও পড়ুন