নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বায়েজিদে ৩ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার।

শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার রাতে বায়েজিদ থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- কাইয়ুম (৩৫), সুমন (৩২) এবং মোঃ রফিকুল  সুমন (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর রহমান।

পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ৩ জনই পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় পুলিশ।

 

 

 

আরও পড়ুন