নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বিএনপির কাঁধে সওয়ার হতে চায় আ.লীগ।

বিএনপির কাঁধে সওয়ার হতে চায় আ.লী
 শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পাঁচ মাস পেরিয়ে গেছে। ক্ষমতার পটপরিবর্তনজনিত সৃষ্ট পরিস্থিতিতে তার দলীয় সাঙ্গোপাঙ্গরাও দেশছাড়া এবং আত্মগোপনে। আওয়ামী লীগশূন্য মাঠে দোর্দণ্ড প্রতাপে থাকার কথা ছিল দীর্ঘদিন ক্ষমতার স্বাদ থেকে বঞ্চিত বিএনপির।
কিন্তু সেই কাংখিত পরিস্থিতি অনেকটাই অনুপস্থিত দলটির জন্য। উপরন্তু একসময়ের অতিঘনিষ্ঠ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গেও টানাপড়েন চলছে তাদের, যারা বর্তমানে ক্ষমতাসীনদের খুব কাছের হিসেবে পরিচিত। এ অবস্থায় বিএনপির কাঁধে সওয়ার হয়ে মাঠে নামার সুযোগ খুঁজছে আওয়ামী লীগ। এমনকি নিকট অতীতেও ‘চরম শত্রু’ বিএনপির সঙ্গে ঐক্য গড়তে আগ্রহী তারা।
যদিও বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের এক নেতা বলেছেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়তে আওয়ামী লীগকে সঙ্গী করার কোনো আলোচনা হয়নি তাদের দলীয় ফোরামে। তবে মাঠে গুঞ্জন রয়েছে, বিএনপি নেতারা প্রকাশ্যে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করলেও ভেতরে ভেতরে তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর। দলটি প্রত্যক্ষভাবে ক্ষমতায় না থেকেও সরকারের স্বাদ গ্রহণ করছে। এতে বিএনপি-জামায়াতের সঙ্গে বিগত দিনে যে জোট ছিল, সেটিতে টানাপড়েন চলছে। এরই অংশ হিসেবে জামায়াতে ইসলামী ক্ষমতার কাছাকাছি থাকায় বিএনপিকেও পাত্তা দিচ্ছে না। ফলে তাদের মধ্যে ঐক্যের ফাটল এখন দৃশ্যমান।
আর তাই বিএনপিও চায় জামায়াতে ইসলামীকে কোণঠাসা করতে। ফলে বিএনপি যত দ্রুত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হিসেবে প্রমাণ করতে পারবে, ততই দ্রুত জাতীয় নির্বাচন দিতে বাধ্য হবে সরকার। আর এ সুযোগ কাজে লাগাতে চাইছে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ।
তবে এটি বিএনপির সঙ্গে কোনো জোট বা যুগপৎ আন্দোলন নয়। তাদের সঙ্গে মিলেমিশে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চায় ক্ষমতাচ্যুত দলটি। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পারলেই দ্রুত জাতীয় নির্বাচন আদায় করা সম্ভব বলে দল দুটি মনে করছে।

আরও পড়ুন