নি উজ ডেক্স।
সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
ঝালকাঠিতে আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, অফিসে অগ্নিসংযোগকারীদের ছত্রছায়ায় রাখার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। বিএনপির বিভিন্ন কর্মসূচিতেও আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়মিত দেখা যাচ্ছে। খোদ উপজেলা বিএনপির শীর্ষ নেতারা তাদের প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ নেতাকর্মীদের।
জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে লগি-বৈঠার মিছিলে অংশগ্রহণকারীরা ভোল পাল্টে এখন বিএনপি নেতা সাজতে চাইছেন। মাঝে মধ্যে তাদের বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ওপর চড়াও হতেও দেখা যাচ্ছে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বিএনপির ত্যাগী নেতাকর্মীরা।
নেতাকর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামালের ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা নেতাকর্মীদের সঙ্গে ঢাকায় ও ঝালকাঠিতে একাধিক বৈঠক, কর্মিসভা ও সভা করেন রফিকুল।
গত ১৬ নভেম্বর কাঁঠালিয়া উপজেলা পাইলট স্কুল মাঠে বিএনপির সুধী সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম সিকদার, জাতীয় পার্টির (জেপি, মঞ্জু গ্রুপ) উপজেলা সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আকন গেন্দু, মহিলা আওয়ামী লীগ নেত্রী রেবা রাণী মণ্ডল, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচন সমন্বয়কারী ও বিএনপি থেকে বহিষ্কৃত শাজাহান ওমরের ব্যক্তিগত সহকারী জহিরুল হক বাদশা, আওয়ামী লীগ নেতা হাসিব ভুট্টো, আতিকুর রহমান রুবেল, মোস্তাফিজুর রহমান মারুফ, গৌতম মন্ডল, জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর ফরাজীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতাকর্মীকে দেখা যায়। রফিকুল ইসলাম জামাল এ সভায় নেতৃত্ব দেন।