নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বিগত বছর ব্যাট-বলে বাংলাদেশের সেরা ক্রিকেটার যারা।

sharethis sharing button
ঘটনাবহুল একটি বছর কাটিয়েছে বাংলাদেশ এবং জাতীয় ক্রিকেট দল। রাজনৈতিক পালাবদলের পর ক্রিকেট বোর্ড বিসিবিতেও ব্যাপক রদবদল এসেছে। একই সময়ে মাঠের ক্রিকেটে উত্থান-পতন দেখেছে টাইগাররা। ওয়ানডেতে পতনের বছরে তারা টেস্টে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তানকে, আর টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে। ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সেও বেশ ওঠা-নামা দেখা যায় ২০২৪ সালে।
বছরজুড়ে কেমন ছিল বাংলাদেশের দলীয় পারফরম্যান্স, তা ঢাকা পোস্টের সালতামামি আয়োজনে আগেই প্রকাশিত হয়েছে। ব্যাট-বলে গত বছর লাল-সবুজ জার্সিতে কারা ছিলেন সেরা পারফর্মার, সেটি একনজরে দেখা যাক এই প্রতিবেদনে—
সেরা ব্যাটার : ‍পুরুষ
টেস্ট : মেহেদী হাসান মিরাজ– ৬১৪ রান (গড় ৩৮.৩৭)
          মুমিনুল হক– ৫২৯ রান (গড় ৩১.১১)
          লিটন কুমার দাস– ৩৯৪ রান (গড় ২৪.৬২)
          সাদমান ইসলাম– ৩৬৪ রান (গড় ৩৩.০০)
          মুশফিকুর রহিম– ৩৩১ রান (গড় ৩৩.১০)
ওয়ানডে : মাহমুদউল্লাহ রিয়াদ– ৩৩৭ রান (গড় ৪৮.১৪)
                মেহেদী হাসান মিরাজ– ৩০৫ রান (গড় ৩৮.১২)
                নাজমুল হোসেন শান্ত– ২৮৬ রান (গড় ৭১.৫০)
                সৌম্য সরকার– ২৫৭ রান (গড় ৩২.১২)
                তানজিদ হাসান তামিম– ২৩৪ রান (গড় ৩৩.৪২)

আরও পড়ুন