নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সাময়িক বিমান ভাড়া কমার সুখবর।

আমারদেশ২৪ ডেস্ক:
শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

সৌদি আরবগামী ফ্লাইটসহ বিভিন্ন গন্তব্যে বিমান ভাড়া ৭৫ শতাংশ পর্যন্ত কমেছে আটাবের এমন দাবিকে ‘সাময়িক সুখবর এবং আইওয়াশ’ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞ ও এয়ারলাইন্স সংশ্লিষ্টরা। তারা বলছেন, এয়ার টিকেটের গ্রুপ বুকিং, সিন্ডিকেট, অন্যায্য মূল্য বৃদ্ধি ঠেকাতে সরকার টাস্কফোর্স গঠন করেছে। মনিটরিং করা হচ্ছে। যা আগে কখনো করা হয়নি। এটি ভালো উদ্যোগ। নিয়মিত মনিটরিং করা হলে এর সুফল পাওয়া যাবে। তবে সরকারি পদক্ষেপের কারণে ভাড়া ৭৫ শতাংশ পর্যন্ত কমেছে, এটি সঠিক নয়। এটি এখনই বলা যাবে না। ওমরাহর ভিসা না পাওয়া এবং ঈদে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার টিকেটের চাহিদা না থাকায় ভাড়া কমেছে। চলতি মাস এবং মে মাসে টিকেটের চাহিদা বাড়লে দামও বাড়বে। টিকেটের দাম কমানোর জন্য ফ্লাইট বাড়ানোর পাশাপাশি বিভিন্ন অতিরিক্ত চার্জ কমানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

আকাশপথের যাত্রায় টিকেটের উচ্চমূল্য কমানো ও এ খাতে শৃঙ্খলা আনতে বিমান ও পর্যটন মন্ত্রণালয় গত ১১ ফেব্রুয়ারি ১০ দফা নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করে। এতে টিকেট বুকিংয়ের পর ৭২ ঘণ্টার মধ্যে তা বরাদ্দ করা না হলে স্বয়ংক্রিয়ভাবে বুকিং বাতিল করতে বলা হয়। পাশাপাশি গ্রুপ বুকিংয়ের নামে কোনো এয়ারলাইন্সের অনেক টিকেট একসঙ্গে ব্লক করা হলে পরে সাত দিনের মধ্যে যাত্রীর নাম ও পাসপোর্ট নম্বরসহ তা বিক্রি নিশ্চিত করার তথ্য দিতে বলা হয়। তা না হলে পরের ৭২ ঘণ্টার মধ্যে সেসব টিকেট স্বয়ংক্রিয়ভাবে বাতিল করতে হবে এয়ারলাইন্সকে।

যাত্রীর নাম, পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের ফটোকপি দিয়ে টিকেট বুকিংয়ের নির্দেশনার ফলে যেসব টিকেট নাম ছাড়া ‘ব্লক’ করে রাখা হতো সেগুলো এয়ারলাইন্সগুলো ‘ওপেন’ করে দেয়। ফলে কম্পিউটার রিজারভেশন সিস্টেমে সিট সহজলভ্য হয়ে যায়। এতে এখন ট্রাভেল এজেন্সি ও যাত্রীরা ফ্লাইটে সিট খালি আছে কি না এবং কত ভাড়া তা অনলাইনে দেখতে পান। সব দেখেশুনে চাহিদা মতো টিকেট বুকিং করতে পারেন যাত্রী এবং এজেন্সিগুলো।

আরও পড়ুন