সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
বিশ্বে একক দেশ হিসেবে এই মুহূর্তে হেপাটাইটিস সি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি পাকিস্তানে। জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, বর্তমানে পৃথিবীতে হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ কোটির কিছু বেশি, এই রোগীদের মধ্যে ১ কোটিই রোগীই পাকিস্তানের।
দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. মালিক মুখতার আহমেদ গতকাল রোববার রাজধানী ইসলামাবাদে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানিয়েছেন। সেমিনারটি আয়োজন করেছিল হেপাটাইটিস নির্মূল বিষয়ক পাকিস্তানি সংস্থা হেলথ ফাউন্ডেশন অন হেপাটাইটিস এলিমিনেশন।
সেমিনারে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “বিশ্বে বর্তমানে হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি পাকিস্তানে। তাই এ মুহূর্তে পৃথিবী থেকে রোগটি নির্মূলের ক্ষেত্রে নেতৃত্বও দিতে হবে পাকিস্তানকে।”
“এবং এ কাজটি আমাদের শুরু করতে হবে এখন থেকেই; কারণ যদি আমরা পদক্ষেপ না নিই, তাহলে আগামী ২০৩৫ সালের মধ্যে পাকিস্তানে হেপাটাইটিস সি আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে পৌঁছাবে ১ কোটি ১০ লাখে।”
“আর এই ১ কোটি ১০ লাখ রোগীর মধ্যে লিভার সিরোসিসে আক্রান্ত রোগীর সংখ্যা হবে ৫ লাখের বেশি, লিভার ক্যানসারের রোগী থাকবে ১ লাখেরও বেশি এবং লিভার সংক্রান্ত বিভিন্ন জটিলতায় ভুগে মৃত্যু হবে অন্তত ১ লাখ ৩০ হাজার মানুষের। প্রতি বছর এই রোগের কারণে আমাদের ২৮ কোটি ৫০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ লোকসান হচ্ছে।