নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস।

আমারদেশ২৪ ডেস্ক:
শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
চৈত্রের খরতাপে পুড়ছে চারদিক। দুর্বিষহ গরমে হাঁপিয়ে উঠছে সবাই। এর মধ্যে আবার দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এছাড়াও কিছু স্থানে আকাশ মেঘলা থাকছে, ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। বেশ কয়েক দিন ধরেই এমন অবস্থা চলছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।  আজ শুক্রবার  সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি নাও হতে পারে।
আবহাওয়া অধিদফতর বলছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙামাটি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
শনিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে পরদিন রোববার ময়মনসিংহ ও সিলেট বিভাগের মধ্যে কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে।
আবার সোমবার বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে পরদিন মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
তাপমাত্রার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, শনিবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও এরপর দিন-রাতের তাপমাত্রা কিছুটা কমে শেষপর্যায়ে আবারও কিছুটা বাড়তে পারে। এছাড়া পরিস্থিতি শেষে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন