নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বোয়ালখালীতে খাল দখল করে স্থপনা নির্মাণ, জরিমানা।

 বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫

চট্রগ্রামের বোয়ালখালীতে খাল দখল করে স্থাপনা নির্মাণ করায় আদালত পরিচালনা করে ইউনুচ (৭৮) নামের ১ ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বৃহষ্পতিবার উপজেলার কধুরখীল শরীফ পাড়া চৌধুরী হাট সংলগ্ন সৈয়দ খালের সংযোগ খাল অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করায় এ জরিমানা করা হয়।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ। এসময় সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রহমত উল্লাহ বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে অবৈধভাবে খাল দখল করে স্থাপনা নির্মাণ করছে। সরেজমিনে গিয়ে তার সত্যতা পাওয়া গেলে কাজ বন্ধ করে দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন