নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :রবিবার , ৬ এপ্রিল, ২০২৫
চট্রগ্রাম বোয়ালখালীতে গিয়াস উদ্দীন নামের এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় আব্দুল ছবুর (৫৫) নামে একজনকে এর আগে শুক্রবার (৪ এপ্রিল ২৫) রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার পোপাদিয়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড লালার বাড়ির মৃত মোহাম্মদ ইসমাঈলের ছেলে।
জানা যায়, এর আগের বৃহস্পতিবার( ৩ এপ্রিল) সন্ধ্যা ৬: ৩০ মিনিটের দিকে শ্রীপুর–খরনদ্বীপ ইউনিয়নের ব্যবসায়ী গিয়াসকে অপহরণ করা হয়। গিয়াস উদ্দিন একই এলাকার মো, হানিফের ছেলে। পরে এ বিষয়ে মামলা রুজু করা হলে ঘটনায় জড়িত আব্দুল ছবুরকে গ্রেপ্তার করে বোয়াল খালী থানার পুলিশ।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো, গোলাম সরোয়ার বলেন, এ ঘটনায় জড়িত আব্দুল ছবুর নামের একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পরে আইনি প্রক্রিয়া শেষ করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।