নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বোয়ালখালীতে ৪ লাখ টাকা মুক্তিপণে উদ্ধার হওয়ায় আফরান নূর আবির।

বোয়ালখালী প্রতিবেদকঃ

বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫

বোয়ালখালীতে ৪ লাখ টাকা মুক্তিপণে উদ্ধার হওয়ায় আফরান নূর আবির ৮)।এই অপহরনের ঘটনায় ২ জনকে আটক করেছে থানা পুলিশ।আজ বৃহস্পতিবার (২৭) মার্চ সকাল ১১.৩০মি: দিকে পুলিশের সংবাদ সম্মেলনে ২জন গ্রেফতারের কথা জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাশঁখালী উপজেলার দক্ষিণ সাধনপুর এলাকার লাইলা বর বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে সিএনজি চালক নুরুল আলম, ও বেনাপোল উপজেলার দুর্গাপুর এলাকার মো: আয়াতুল্লাহ ছেলে মো: ইকবাল হোসেন,

২৬ মার্চ নগরস্থল কাপ্তাই রাস্তার মাথা বাহিরসিগনাল আল আমিন বাড়িয়া এলাকা হতে অপহৃত আফরান নুর আবিরকে উদ্ধার করা হয়।মাদ্রাসা শিক্ষার্থী আবির উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নজর মোহাম্মদ বাড়ির নুরুল আজিমের ছেলে। ২ ভাই ও ২ বোনের মধ্যে আবির সকলের ছোট।

জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের সড়ক থেকে আবিরকে সিএনজিচালিত ট্যাক্সিতে করে একটি সংঘবদ্ধ চক্র নিয়ে যায়। বিভিন্ন জায়গা খোঁজ নিয়েও আবিরের সন্ধান না পেয়ে বোয়ালখালী থানায় নিখোঁজ ডায়েরি করি। এর একপর্যায়ে ওই চক্রের সদস্যরা মোবাইল ফোনে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাদের দেওয়া বিকাশ, নগদ ও রকেট নাম্বারে তা পরিশোধ করার পর বুধবার দুপুরে চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকায় আবিরকে ছেড়ে দেয়। সেখান থেকে আমরা গিয়ে উদ্ধার করে বাড়ি নিয়ে এসেছি।

 

আরও পড়ুন