নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সাভারে ব্যবসায়ীকে গুলির ঘটনায় ত্রাস মুসা গ্রেফতার।

 হেমায়েতপুরে চাঁদার দাবিতে ব্যবসায়ী রমজান আলীকে (৪৪) তুলে নিয়ে মারধর ও গুলির ঘটনায় সন্ত্রাসী মোশারফ হোসেনকে গ্রেফতার করেছে (ডিবি)। তবে এখনও উদ্ধার করা যায়নি গুলির ঘটনা ব্যবহৃত অবৈধ অস্ত্রটি। এছাড়া মোশা বাহিনীর অন্যান্য সদস্যরা ধরাছোয়ার বাহিরে থাকায় প্রতিনিয়ত হামলা, মারধর ও চাঁদা দাবির আতঙ্কে পরিনত হয়েছে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন ও হেমায়েতপুর এলাকা।

আজ রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সন্ত্রাসী মোশারফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন।

গ্রেফতারকৃত মোশারফ হোসেন মুসা সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার মৃত শাহজাহান বেপারীর ছেলে। সে আওয়ামী লীগ সমর্থিত আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় গত ১০ বছরে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর এবং সাভার উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজীব বাহিনীর হয়ে চাঁদা এক ভাইয়ের ছত্রছায়ায় এখনও এলাকায় ব্যবসা দখল, ফুটপাত দখলসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজির নিয়ন্ত্রক। তার বাহিনীর বিরুদ্ধে পুলিশের কাছে একাধিক লিখিত অভিযোগ দেওয়া হলেও থানা পুলিশ কোনো ব্যবস্থা না নেয়ায় বেপরোয়া হয়ে উঠেছে মোশারফ বাহিনীর সদস্যরা।

ডিবি পুলিশ জানায়, গত ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্টের রাতে সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি ভাংগা ব্রিজ এলাকার ব্যবসায়ী রমজান আলীকে নিজ প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে আওয়ামী লীগ নেতার মালিকানাধীন গ্রীণ সিটি হাউজিংয়ের ভিতরে বৈদ্যুতিক খাম্বার সঙ্গে বেঁধে মারধর করে ও মুসা হাতে থাকা পিস্তল দিয়ে ব্যবসায়ীকে ডান পায়ে গুলি করে সাথে কাছে থাকা এক লক্ষ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হলে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী মোশারফ হোসেন মুসাকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি অবৈধ অস্ত্রটি। এছাড়াও মুসার বিরুদ্ধে হেমায়েতপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চাঁদাবাজি, সন্ত্রাসীসহ নানা কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলেও জানান ডিবি পুলিশ।

আরও পড়ুন