নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ব্যাটারি রিক্সাকে পূরবী বাসের ধাক্কা, গুরুতর আহত ৩।

নিউজ ডেস্ক:

শুক্রবার , ৪ এপ্রিল, ২০২৫

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী দেওয়ানহাট এলাকায় আবারো পূরবী বাসের ধাক্কায় ব্যাটারি রিক্সার চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে দেওয়ানহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত রিক্সা চালকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

স্থানীয়ভাবে জানা যায়, চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল ১১টার দিকে দোহাজারী দেওয়ানহাট মোড়ে পৌছালে একটি ব্যাটারি রিকসাকে পেছন থেকে ধাক্কা দিলে মোটর রিকসাটি সড়কের মধ্যেই ধুমড়ে মুছড়ে যায়।

এতে রিকসা চালক সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুন মিয়ার ছেলে জাহাঙ্গীর (২২), রিক্সায় থাকা যাত্রী খাগরিয়া ৩নং ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে মো. ইমরান (২০) ও খাগরিয়া ১নং ওয়ার্ডের সুজার ছেলে. মোরশেদ (৩৫) গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর রিকসা চালক জাহাঙ্গীর ও রিক্সা যাত্রী ইমরানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রিক্সা চালক জাহাঙ্গীরের অবস্থা আশংকাজনক বলে জানান চিকিৎসক। এর আগে গত ১৩ মার্চ দোহাজারী সদরে পূরবী বাসের ধাক্কায় একইসাথে ২ ভাই-বোন ও রিক্সা চালকসহ তিনজন নিহত হয়।

 

আরও পড়ুন