আমারদেশ২৪ ডেস্ক:
শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে হিন্দু ধর্মাবলম্বীদের পনাতীর্থ বা মহা অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার ভোর থেকে অর্ধ লক্ষাধিক পূণ্যার্থীরা উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ মেঘনা নদীর তীরে মহা অষ্টমী স্নানে অংশ নেয়।এর আগে শুক্রবার রাত থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত ভক্তবৃন্দের আগমনে মেঘনা নদীর পাড় মিলনমেলায় পরিণত হয়।
মহা অষ্টমী স্নানের মাধ্যমে মা-বাবা, স্ত্রী-সন্তানের সারাবছরের পাপ-মোছনসহ পূর্ণ লাভের জন্য আসেন হিন্দু ধর্মাবলম্বীরা। এদিকে পূর্ণার্থীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে নবীনগর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক।
শ্রী শ্রী বাসন্তী পূজা মহা অষ্টমী স্নান উৎসব কমিটির সভাপতি বাবু দয়াল চন্দ্র দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম শফিক, শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পায়েল আহমেদ সরকার, সহ-সভাপতি সত্যজিৎ দেব গুপ্ত, সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন সহ আরো অনেকেই।