নিজস্ব প্রতিবেদক।
সোমবার ২০ জানুয়ারী ২০২৫
ভারতের গুজরাটে দীর্ঘ ৭ বছর কারা ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে বাংলাদেশে রশিদ শেখ ও ঝরনা খাতুন নামে স্বামী-স্ত্রীকে হস্তান্তর করা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে রবিবার সন্ধায় তাদেরকে হস্তান্তর করেন ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
রশিদ শেখ ঝিকরগাছার রাজ্জাক শেখের ছেলে ও তার স্ত্রী ঝরনা খাতুন মনিরামপুরের মোঃ ওমর আলী গাজীর মেয়ে। বিষয়টি নিশ্চিত করেন, বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূইয়া।
তিনি জানান, সীমান্ত দিয়ে ৭ বছর আগে ভারতে যেতে গুজরাট পুলিশের কাছে আটক হয় তারা। পরে তাদেরকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পাঠানো হয় জেল হাজতে। গুজরাট সেন্ট্রাল কারাগারে সাজা ভোগ শেষে দু’দেশের হস্তক্ষেপ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়।
পরে তাদেরকে আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ জানান, স্বামী-স্ত্রীকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।