নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় দিল্লি এইমসের ইমার্জেন্সি ওয়ার্ডে। এরপরই আসে মৃত্যুর দুঃসংবাদ।
শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক বছর ধরে সক্রিয় রাজনীতির থেকে দূরেই ছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে শেষ বার জনসমক্ষে দেখা গিয়েছিল তাকে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বাড়িতেই হঠাৎ জ্ঞান হারান তিনি। রাত ৮টা ৬ মিনিটে তাকে দিল্লি এমসের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসক দলের সবরকম চেষ্টার পরেও তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। রাত ৯টা ৫১ মিনিটে সাবেক প্রধানমন্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে দিল্লি এমস।
কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান মুখ হিসাবে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন মনমোহন সিং। ২০১৪ সালে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের কাছে ইউপিএ পরাজিত হলে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী। এছাড়া পিভি নরসিংহ রাও পরিচালিত সরকারের অর্থমন্ত্রী হিসাবেও দায়িত্ব সামলেছেন তিনি।
২০২১ সালের এপ্রিল মাসে কোভিডে আক্রান্ত হন তিনি। হাসপাতালে ভর্তিও করানো হয়েছিল। তবে সেই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী। তারপর থেকে শরীর কমবেশি অসুস্থই ছিল তার।

আরও পড়ুন