নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ভারতের হাতে আটক ৭৯ বাংলাদেশি নাবিক।

আমারদেশ24.com
বৃহস্পতিবার১২ ডিসেম্বর২০২৪

 

ভারতের হাতে আটক ৭৯ বাংলাদেশী নাবিক কবে দেশে ফিরবেন?

 

 

ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশের দুটি ট্রলার ও ৭৯ নাবিককে শিগগিরই ফেরানোর আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

পররাষ্ট্র সচিব বলেন, “আমরা ভারতের সঙ্গে যোগাযোগ করেছি। জব্দকৃত ট্রলার ও নাবিকদের দ্রুত ফেরাতে আলাপ-আলোচনা চলছে। আমাদের প্রত্যাশা, শিগগিরই তাদের ফিরিয়ে আনতে পারব।”

 

 

খুলনার হিরণ পয়েন্টের কাছে বাংলাদেশের সমুদ্রসীমার শেষ প্রান্তে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ড দুটি ট্রলার জব্দ করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার।

 

জব্দ হওয়া নৌযান দুটি হলো এফভি লায়লা-২ ও এফবি মেঘনা-৫। এফভি লায়লা-২ ট্রলারটি এস আর ফিশিংয়ের মালিকানাধীন এবং এফবি মেঘনা-৫ সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন।

 

 

আরও পড়ুন