আমারদেশ২৪ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আমিনাশাবানি (৩৩) নামে এক তানজানিয়ার নারীকে গ্রেফতার করেছে বিজিবি।
আজ সোমবার (৭ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করে পরশুরাম থানা পুলিশ। এর আগে রোববার রাতে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক আমিনা শাবানি তানজানিয়ার নায়মাঙ্গানা প্রদেশের বাসিন্দা।
৪ বিজিবি ফেনী ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রোববার রাত সাড়ে আটটার দিকে মির্জানগরের নিজ কালিকাপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আবদুল কুদ্দুসের নেতৃত্বে পূর্ব নিজ কালিকাপুর মজুমদার বাড়ি মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এ নারীকে আটক করা হয়।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে।