নিউজ ডেস্কঃ
শুক্রবার ১৪ মার্চ, ২০২৫
বাংলাদেশ-ভারত সীমান্ত।শেষ ১৩ মাসে মোট দুই হাজার ৬০১ জন বাংলাদেশি নাগরিককে ভারত-বাংলাদেশ সীমান্তে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (১২ মার্চ) রাজ্যসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে একথা জানানো হয়। ধৃতরা সকলেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লিখিত আকারে একথা রাজ্যসভায় পেশ করেন। ২০২৪ এর ১ জানুয়ারি থেকে এবছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বিএসএফের হাতে মোট দুই হাজার ৬০১ জন বাংলাদেশি নাগরিক ধরা পরেছেন।
মন্ত্রণালয়ের বিস্তারিত রিপোর্টে জানানো হয়েছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবছরের জানুয়ারিতে ১৭৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছে। ২০২৪ এর ডিসেম্বরে এই সংখ্যা ছিল ২৫৩, নভেম্বরে ৩১০, অক্টোবরে ৩৩১, সেপ্টেম্বরে ৩০০, অগস্টে ২১৪, জুলাইতে ২৬৭ এবং জুনে এই সংখ্যা ছিল ২৪৭।
মে মাসে এই সংখ্যা কমে দাঁড়ায় ৩২। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলে এই সংখ্যা ছিল যথাক্রমে, ১৩৮, ১২৪, ১১৮ এবং ৯১।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সীমান্তে আরো নজরদারি বাড়িয়েছে ভারত। এর জন্য সীমান্তরক্ষীদের সংখ্যা বাড়ানোর সঙ্গে প্রযুক্তির ব্যবহারও আরো জোরদার করা হয়েছে। এর ফলে আসামের ধুবড়ি সীমান্তে হ্যান্ড হেল্ড থার্মাল ইমেজার্স, রাতের অন্ধকারে ব্যবহারের জন্য নাইট ভিশন ডিভাইসেস, ইউএভি, সিসিটিভি /পিটিজেড ক্যামেরা, আইআর সেন্সর এবং কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হচ্ছে।