নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ভারতে নো এন্ট্রি ফর বাংলাদেশি: ফ্যাক্ট চেক যা বলছে।

facebook sharing button
twitter sharing button
ভারতের নিউজ বাংলা ১৮ জানিয়েছে, ভারতের নদিয়া জেলার ঐতিহ্যবাহী লালন তীর্থ কদমখালীর লালন মেলায় এবারে কোন বাংলাদেশি অংশগ্রহণ করেনি।
ঐতিহ্যবাহী লালন তীর্থ কদমখালীর লালন মেলার নাম ভারত বাংলাদেশ ২ প্রান্তেই সমাদৃত।Tourism guides
প্রতিবেদন বলছে, এই মেলায় প্রতিদিন লালনের বিভিন্ন সংগীত চর্চা হয়ে থাকে। স্থানীয় এবং বাইরের একাধিক শিল্পীরা এসে লালনের গানে মাতিয়ে তোলেন দুই প্রান্তের মানুষকে।
প্রতিবেদন দাবি করছে, সম্প্রতি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণে এ বছর অপর প্রান্তের(বাংলাদেশের) মানুষ এপার প্রান্তে (কলকাতা নদীয়া) লালনের মেলায় আসতে পারেনি বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।প্রতিবেদন আরো দাবি করছে,নো এন্ট্রি ফর বাংলাদেশি!’ হয়ে গেল পাকাপাকি সিদ্ধান্ত!
ভারতের গণমাধ্যমের এমন সংবাদকে নেটিজেনরা নিচ্ছেন হাসির খোরাক হিসেবে।তারা দাবি করছেন ভারতের গণমাধ্যম যে  দাবি করছে, বাংলাদেশে অস্থির পরিস্থিতি বিরাজমান এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভূয়া।
ফ্যাক্ট চেক বলছে, ভারতে বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসাসহ অন্যান্য ভিসাও চালু করবে ভারত।পাশাপাশি কয়েকদিন আগেই সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশিদের জন্য সীমান্ত পর্যন্ত মেট্রোরেল চালু করবে ভারত।তাই ভারতের গণমাধ্যমের দাবি করা খবরটি সম্পূণূ ভিত্তিহীন

আরও পড়ুন