নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ভারত যাচ্ছেন শিল্পী রেজওয়ানা চৌধুরী, পশ্চিমবঙ্গ।

messenger sharing button

ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়নের মাঝেই ভারতে যাচ্ছেন বাংলাদেশি সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।পশ্চিমবঙ্গের নিউটাউনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামে গবেষণা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন তিনি।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যথেষ্ট অশান্ত। ওপার বাংলার জনগণের একাংশের মধ্যে ভারত-বিরোধিতা ক্রমেই বাড়ছে। ঠিক এই অবস্থায় বাংলাদেশ থেকেই সংগীত শিল্পীকে বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় সিপিএমকে দোষারোপ করছে বিজেপি। গেরুয়া দলের নেতা দিলীপ ঘোষ তুলাধুনা করেছেন এই বাম দলকে।

আগামী ১৭ জানুয়ারি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যুদিন। ওই দিন নিউ টাউনে ‘জ্যোতি বসু সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’ সেন্টারের একাংশের উদ্বোধন করবে সিপিএম। সেদিনের বিশেষ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের নাগরিক তথা প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে। এই বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তোলপাড় শুরু হয়ে গেছে।

সংগীত শিল্পী বন্যা গণমাধ্যমকে বলেন, ‘আমি আমন্ত্রণ পেয়েছি। তবে যাওয়ার ব্যাপারে এখনও কনফার্ম করিনি। ওই দিন অন্য কোনও কাজ না পড়ে গেলে আমি যাব।’তবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের টানাপোড়নের মাঝে সংগীত শিল্পীকে আমন্ত্রণ করায় সিপিএমকে দোষারোপ করছে বিজেপি।

এ বিষয়ে গেরুয়া দলের নেতা দিলীপ ঘোষ গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশের নাগরিকরা ভারতের বিরোধিতা করছে, গালাগালি করছে। ওখান থেকেই শিল্পীদের আনতে হচ্ছে কেন? এখানে কি কোনও শিল্পী নেই? জানি না কমিউনিস্টদের বুদ্ধি কবে সোজা হবে।’

 

 

আরও পড়ুন