সোমবার ২০ জানুয়ারি ২০২৫
বাংলাদেশের অন্যতম দৈনিক পত্রিকা ‘ভোরের কাগজ’র প্রধান কার্যালয় বন্ধ করার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১২ ধারা অনুযায়ী, মালিকের নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
আজ সোমবার এক অফিসিয়াল নোটিশে জানানো হয়, ভোরের কাগজ পত্রিকা ২০ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রতিষ্ঠানের নির্বাহী সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বার্তা সম্পাদক ও সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের পেছনের নির্দিষ্ট কারণ বা প্রতিষ্ঠান পুনরায় চালু হওয়ার বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
প্রধান কার্যালয় বন্ধ হওয়ার খবরে সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।