দুর্দান্ত এক পারফরম্যান্সে লা লিগায় জয়ের ধারায় ফিরেছে বার্সালোনা। রোববার (২৬ জানুয়ারি) ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে উড়িয়ে দেয় হ্যান্সি ফ্লিকের দল। জোড়া গোল করেছেন ফের্মিন লোপেস। একটি করে গোল করেছেন রবার্ট লেভানডোভস্কি, রাফিনিয়া, ডি ইয়ং ও ফেরান তোরেস। অন্য গোলটি আত্মঘাতী। ভ্যালেন্সিয়ার হয়ে একমাত্র গোলটি করেছেন হুগো দুরো।এতে লিগে চার ম্যাচ পর জয়ের দেখা পেল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এদিন তিন মিনিট যেতেই ডি ইয়াং ডান পায়ের শটে জাল খুঁজে নিয়ে গোল উৎসবের শুরটা করেন। পাঁচ মিনিট পর আলেজান্দ্রো বালদের থ্রু বলে ফেরান তোরেস ব্যবধান দ্বিগুণ করেন। ১৫ মিনিট যেতেই প্রতিপক্ষের রক্ষণের ভুলে ৩-০ করেন রাফিনিয়া।প্রথমার্ধেই চতুর্থ ও পঞ্চম গোলটি আসে ফের্মিন লোপেসের পা থেকে।
৫৯তম মিনিটে ভ্যালেন্সিয়ার হয়ে এক গোল শোধ করেন হুগো দুরো। দিয়েগো লোপেসের ক্রসে খুব কাছ থেকে জাল খুঁজে নেন দুরো। ৬৬তম মিনিটে আবারও পাঁচ গোলের ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। লোপেসের কাছ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন লেভানডোভস্কি। যা লিগে তার ১৭তম গোল।
৭৫তম মিনিটে তোরেসের শট ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক। কিন্তু বিপদ কাটেনি পুরোপুরি। ফিরতি বলে বার্সেলোনা ফরোয়ার্ডের শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন সিজার টারেগা।
ফ্লিকের কোচিংয়ে মাত্র ৩২ ম্যাচে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছে বার্সেলোনা। এর চেয়ে কম ম্যাচে দলটি শতগোল করেছে কেবল হেলেনিয়ো এররার কোচিংয়ে; সেই ১৯৫৯ সালে, ৩১ ম্যাচে।
এই জয়ে ২১ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে তিনে ফিরেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চূড়ায় রেয়াল মাদ্রিদ, ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ।১৬ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে ভ্যালেন্সিয়া।
|
