নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর মগবাজারে রিক্সা শ্রমিকদের নিয়ে জামায়াতের মতবিনিময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ইফতার বিতরণ। মাস ব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করেন। পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে: যুবদল নেতা এমদাদুল হক। জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ইফতার মাহফিল। ঈদে চট্টগ্রামের নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান। সন্দ্বীপ যাবে আজ স্বপ্নের ফেরি। সন্দ্বীপের সঙ্গে সরাসরি ফেরি যোগাযোগ শুরু।

মাদকের টাকার জন্য মাকে জবাই, ছেলে আটক।

আমারদেশ ২৪

শুক্রবার , ৭ মার্চ, ২০২৫

খাগড়াছড়িতে মাদকের টাকার জন্য মা ও বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগ আবুল কালামকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌন একটার দিকে জেলার মাটিরাঙার উপজেলার বেলছড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেলছড়ির ক্যাম্পটিলা এলাকায় নেশার টাকার জন্য মা আমেনা বেগম (৬০) কে জবাই করে হত্যার চেষ্টা করেছে আবুল কালাম কালন (৩৮) নামে এক মাদকাসক্ত ছেলে। এ সময় বাঁধা দিতে গেলে বৃদ্ধ বাবা মো. আব্দুর রহিম (৭০) কে কুপিয়ে জখম কর।

এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় মাদকাসক্ত ছেলে আবুল কালাম কালনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

ঘটনার সত্যথা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, ঘাতক আবুল কালামকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

আরও পড়ুন