নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

মাদকের টাকা না পেয়ে হত্যা করা হয় অটোরিক্শা চালক ফারুককে।

নিউজ ডেস্কঃ
 শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
গত ২ সপ্তাহ আগে চাঁদপুর-কুমিল্লা জেলার সীমানার কচুয়ার ছোট ভবানীপুর এলাকায় বস্তাবন্দি মরদেহ উদ্ধার ঘটনার কিনারা করতে পেরেছে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার অটোরিক্শা চালক ফারুক হোসেন হত্যায় জড়িত প্রধান আসামিসহ ৩ জনকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিব এক সংবাদ সম্মেলন করে উপস্থিত সাংবাদিকদের কাছে এই নিয়ে বিস্তারিত তুলে ধরেন।মূলত মাদকের টাকা ভাগাভাগি এবং মাদক বিক্রির টাকা না পেয়ে অপর অটোরিক্শা চালক আরিফুর রহমান শ্বাসরোধ করে হত্যা করে তার বন্ধু ফারুক হোসেনকে।
কুমিল্লার উপজেলার লক্ষ্মীপুর গ্রামে গত ৫ ফেব্রুয়ারি রাতের এই ঘটনার পর চাঁদপুরের কচুয়ার ছোট ভবানীপুর এলাকায় গলায় রশি পেঁচানো বস্তাবন্দি মরদেহ ফেলে রাখে ঘাতক আরিফ। এ ঘটনায় নিহতের স্ত্রী ছায়েরা বেগম কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
তবে ঘটনার পর থেকে রহস্য উদঘাটনে মাঠে নামে কচুয়া থানা পুলিশ। একপর্যায়ে গত ২৪ ঘণ্টার এক অভিযানে চট্টগ্রাম ও কুমিল্লা থেকে প্রধান আসামি আরিফ, সহযোগী আল আমিন (২৪) এবং আবুল খায়েরকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত অটোরিকশা এবং ভিকটিম ফারুক হোসেনের মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ সুপার আব্দুর রকিব আরো জানান, মূলত মাদকের টাকা ভাগাভাগি এবং মাদক বিক্রির টাকা না পেয়ে আরিফ তার বন্ধু ফারুককে শ্বাসরোধে হত্যা করে।
তিনি বলেন, বেশ বিচক্ষণতার সঙ্গে এবং দ্রুত সময়ে অটোরিকশা চালক ফারুক হোসেন হত্যা মামলার কিনারা করতে সক্ষম হয়েছেন তদন্ত কর্মকর্তা। তাই হত্যাকাণ্ডের মাত্র দুই সপ্তাহের মধ্যে ঘাতকদের গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় পুলিশ সুপার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক কামরুল হাসানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির পক্ষ থেকে পুরস্কৃত করেছেন।
এদিকে, পুলিশ জানায় একসময় ঢাকার একটি সাউন্ড সিস্টেমের দোকানের কর্মচারী ছিলেন ঘাতক আরিফুর রহমান (৩৫)। সেখানে কাজ হারিয়ে গত কয়েক বছর আগে গ্রামে ফেরেন তিনি। তারপর অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা। এরইমধ্যে ধারদেনার দায়ে হতাশাগ্রস্ত।

আরও পড়ুন