মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহরসহ বাংলাদেশ-মিয়ানমারের প্রায় পৌনে তিন শ’ কিলোমিটার সীমানার পুরোটাই নিয়ন্ত্রণে নিয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এর প্রেক্ষাপটে বাংলাদেশ অংশে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে মিয়ানমারের সাথে বাংলাদেশের বাণিজ্যেও প্রভাব পড়তে পারে মনে করছেন বিশ্লেষকরা।