নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

মুখর রাজধানীর বায়তুল মোকাররম এলাকা।

 আমারদেশ ২৪ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
ইসরায়েলের নির্মম আগ্রাসনের বিরুদ্ধে এবং গাজাবাসীর ডাকা বিশ্বব্যাপী হরতালের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সমবেত হন শত শত মুসল্লি। জোহরের নামাজ শেষে মসজিদের উত্তর পাদদেশে তারা ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও’ এইসব প্রতিবাদী স্লোগানে মুখর করে তোলেন পুরো চত্বর।

আজ সোমবার (৭ এপ্রিল) বাদ জোহর, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত সমাবেশের আগে থেকেই বায়তুল মোকাররমে উপস্থিত হতে থাকেন নানা বয়সী মুসল্লি। জোহরের নামাজ শুরু হয় দুপুর ১টা ১৫ মিনিটে এবং শেষ হয় ১টা ২৭ মিনিটে। নামাজ শেষে সবাই একসঙ্গে বেরিয়ে আসেন মসজিদের উত্তর গেটে।

সমবেত মুসল্লিরা এই সময় যে সব স্লোগান দেন, “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার” “ফিলিস্তিন জিন্দাবাদ” ও “ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও”।

 

আরও পড়ুন