নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

মুনাফেকের চরিত্র যেন আপনার মাঝে কালিমা লেপন না করে।

নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে আমাদের অনুরোধ, ক্ষমতাকে প্রলম্বিত ও দীর্ঘায়িত করার জন্য কোনো শঙ্কা তৈরি করবেন না। আপনি নিজেই বলেছেন, ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন হতে হবে। মুনাফেকের চরিত্র যেন আপনার চরিত্রের মাঝে কালিমা লেপন না করে।
তিনি বলেন, আপনি আন্তর্জাতিকভাবে একজন খ্যাতিসম্পন্ন ব্যক্তি। আমরা সমর্থন দিয়েছি এবং সহযোগিতা দিয়ে যাচ্ছি। কিন্তু আমরা লক্ষ্য করছি, অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা ইতোমধ্যেই প্রশ্নবিদ্ধ করেছে।
এর আগ শনিবার  বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও বিশেষ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হারুনুর রশিদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দিয়ে নতুন দল গঠন করেছেন, অভিন্দন জানায়। আসেন মাঠে, কিন্তু নানারকম বন্দোবস্তের কথা বলে সরকারের কতিপয় ব্যক্তিরা আজকে বিভিন্ন জায়গায় গিয়ে যে নজির স্থাপন করেছেন এতে আমরা উদ্বিগ্ন। এই ধরনের রাজনীতির জন্য নতুন দল গঠন করার প্রয়োজন ছিল বলে আমি মনে করি না।

আরও পড়ুন