নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি আজ।

আমার দেশ ডেস্কঃ
 মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখে রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি আজ (মঙ্গলবার। শুনানির জন্য আবেদনটি রয়েছে আপিল বিভাগের কার্যকালিকার ১৯ নম্বরে।
গত ২০ ফেব্রুয়ারি এই শুনানি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। তবে সেদিন শুনানি হয়নি। পরে ২৩ ফেব্রুয়ারি সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য নতুন এ তারিখ (২৫ ফেব্রুয়ারি) ধার্য করেন।
এটিএম আজহারের রিভিউ শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মো. আছাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
গত ২২ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরে এক জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান চলতি মাসের ২৫ তারিখের মধ্যে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির দাবি জানান। মুক্তি না দিলে ৩ কোটি জামায়াত নেতাকর্মীকে কারাগারে নিতে অন্তর্বর্তী সরকারকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন