নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

মোহামেডানের ঐতিহাসিক জয়।

আমারদেশ২৪ ডেস্ক:
রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
ব্যাটিং ব্যর্থতার মাঝে একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু মোহাম্মদ সাইফউদ্দিনের বলে স্কুপ করতে গিয়ে বোল্ড হয়ে বিদায় নিতেই কার্যত শেষ হয়ে যায় আবাহনীর জয়ের আশা। তার সেই আউট দিয়েই দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটায় মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকার দুই চিরপ্রতিদ্বদ্বির লড়াইয়ে অবশেষে হাসে সাদা-কালো শিবির।
এর আগে শনিবার মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের লিস্ট ‘এ’ ক্রিকেটে আবাহনীকে ৩৯ রানে হারায় মোহামেডান। আনিসুল ইসলামের দুর্দান্ত সেঞ্চুরি ও ইবাদত হোসেনের ৪ উইকেটের দাপটে গড়া জয়টি ছিল ২০১৬ সালের পর আবাহনীর বিপক্ষে মোহামেডানের প্রথম জয়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৮০ রানের চনমনে শুরু পায় মোহামেডান। ইনিংসের গোড়াপত্তন করেন রনি তালুকদার ও আনিসুল ইসলাম। রনি দ্রুত ফিরলেও ৪৫ বলে হাফসেঞ্চুরি তুলে নেওয়া আনিসুল দারুণ জুটিতে ১২৩ রান যোগ করেন মাহিদুল ইসলামের সঙ্গে।
মাহিদুল ফিরে যান ৪৮ রানে, তবে থামেননি আনিসুল। ১০৩ বলে ক্যারিয়ারের দ্বিতীয় লিস্ট ‘এ’ সেঞ্চুরি পূর্ণ করে ফেরেন ১১৮ বলে ১১৪ রান করে। তার ইনিংসে ছিল ১৮টি চার ও ২টি ছক্কা। তবে মিডল অর্ডারে মুশফিক-মাহমুদউল্লাহ-মিরাজদের ব্যর্থতায় ইনিংস বড় হয়নি, তবে সেটিই জয়ের জন্য যথেষ্ট হয়।
২২৫ রানে অলআউট হয়ে যায় আবাহনী। শান্তর ৮০ রানের দায়িত্বশীল ইনিংসও দলকে বাঁচাতে পারেনি। ইবাদতের ৩৬ রানে ৪ উইকেট ও মিরাজের ২টি উইকেট নিশ্চিত করে মোহামেডানের জয়।২০১৬ সালের মে মাসের পর থেকে আবাহনীর বিপক্ষে টানা ১১ ম্যাচে হেরেছিল মোহামেডান। এই ম্যাচ দিয়েই শেষ হয় দীর্ঘ হতাশার অধ্যায়। এবার সুপার লিগে ১১ ম্যাচে ৯ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মোহামেডান।

আরও পড়ুন