নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ম্যাটস শিক্ষার্থীদের ‘শাহবাগ ব্লকেড’ ঘোষণা।

বুধবার ২২ জানুয়ারি ২০২৫

চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। বুধবার কিচেন  দুপুর ২ টা ৪০ মিনিটে তারা এ ঘোষণা দেন। 

এর আগে সকাল থেকে চার দফা দাবিতে সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। এ সময় দাবি আদায়ে এক ঘণ্টার আল্টিমেটাম দেন। কিন্তু দাবি আদায়ে আশানুরূপ ফলাফল না পেয়ে দুপুর একটায় তারা শাহবাগ ব্লকেড করেন।

তারা জানান, তাদের পাঁচজনের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন। তারা দাবি আদায়ের আশ্বাস না পেলে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবেন। এদিকে, ‘শাহবাগ ব্লকেডে’ চারপাশের রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

তাদের চার দফা দাবি হলো :

১। ১০ম গ্রেডে শূন্য পদে নিয়োগ ও সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন করতে হবে।

২। কোর্স কারিকুলাম পরিবর্তন ও প্রতিষ্ঠানের নাম মেডিকেল ইন্সটিটিউট করতে হবে।

৩। স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ গঠন করতে হবে।

৪। আন্তর্জাতিক মানদণ্ড ও বিএম স্বীকৃতি উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে।

 

 

আরও পড়ুন