নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

যথাযথ মর্যদায় পবিএ লাইলাতুল কদর পালিত।

নিউজ ডেস্কঃ

শুক্রবার , ২৮ মার্চ, ২০২৫

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সারা দেশের ন্যায় চট্টগ্রামেও মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে।

মুসলমানরা নিজেদের গুনাহ মাফ ও মনোবাসনা পূরণের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি এবং অধিক সাওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ নামাজ আদায়, কিয়ামুল লাইল নামাজ আদায়, জিকির–আজকার আর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কাটিয়েছেন হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এ রাত। মাহে রমজানের খায়ের বরকত হাসিলের জন্য মুসল্লিরা আল্লাহর নৈকট্য লাভের আশায় দফায় দফায় মোনাজাতে অংশ নেন।

মোনাজাতে ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং পবিত্র মসজিদুল আল আকসা পুনরুদ্ধারে মহান আল্লাহর সাহায্য কামনা করে দোয়া করা হয়। এছাড়া দেশ জাতি, মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। লাইলাতুল কদর অর্থ মহিমান্বিত রজনী বা মর্যাদাসম্পন্ন রাত।

পবিত্র এ রাতেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর নাজিল হয়েছিল পবিত্র মহাগ্রন্থ আল–কোরআন। পবিত্র কোরআনে এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হিসেবে বর্ণনা করা হয়েছে। নবি করিম (সা.) এ রাতে নিজে ইবাদতে মশগুল থাকতেন এবং তার সাহাবিদেরও বেশি বেশি ইবাদত করার নির্দেশ দিতেন।

 

আরও পড়ুন