নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

যমুনা সেতুতে সাতদিনে সতেরো কোটি টাকার টোল আদায়।

নিউজ ডেস্ক:
সোমবার, ৩১ মার্চ, ২০২৫
এবারের ঈদযাত্রায় এক সপ্তাহে যমুনা সেতু দিয়ে ২ লাখ ৪৭ হাজার ৬০১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৭ কোটি ১১ লাখ ৯ হাজার ৮৫০ টাকা।
আজ সোমবার  দুপুরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এবারের ঈদযাত্রায় গত এক সপ্তাহে যমুনা সেতু দিয়ে ২ লাখ ৪৭ হাজার ৬০১টি যানবাহন পারাপার হয়েছে। এতে ১৭ কোটি ১১ লাখ ৯ হাজার ৮৫০ টাকার টোল আদায় হয়েছে। সেতুর দুই পাশে ১৮টি বুথ দিয়ে যানবাহন চলাচল করছে, যার মধ্যে উভয় পাশে দুটি করে মোটরসাইকেলের জন্য আলাদা বুথ তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রত্যেক বছর ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকেই সেতুতে গাড়ির চাপ বাড়তে থাকে। তবে এবার কোনো প্রকার যানজট ছাড়াই উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ ঘরে ফিরেছেন।

আরও পড়ুন