নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রামগতিতে জাতীয় পার্টির স্মরণসভা পন্ড। ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর। তাহিরপুরে বালু বোঝাই স্টিলবডি নৌকাসহ দু’জন আটক। একটি বড় জনগোষ্ঠী মাদকের সাথে সংশ্লিষ্ট, তারা এটাকে জীবিকা হিসেবে নিয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি মাদক ঢুকে পড়ছে। উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের হাতে ১১টি মহিষ জব্দ । শহিদ আবু সাইদ হত্যার বিচার জীবদ্দশায় দেখে যেতে চান পরিবারের সদস্যরা। রোহিঙ্গা শিবিরগুলোতে হঠাৎ করে শিক্ষাকেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৫ লাখ শিশু। জুলাইয়ে তরুণরা যা করেছে, তা ইতিহাসে চিরস্মরণীয়: প্রধান উপদেষ্টা। প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত।

যুদ্ধবিরতি মেনে নিতে রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের।

নিউজ ডেস্কঃ:
বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫
সৌদি আরবের জেদ্দায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার (১২ মার্চ) যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয় ইউক্রেন। রাশিয়া এখন পর্যন্ত এ বিষয়ক কোনো বিবৃতি জানায়নি।
পুতিন নীরবতা না ভাঙ্গলেও যুদ্ধবিরতি মেনে নিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার কঠোর হুশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনে যুদ্ধবিরতি ‘এখন রাশিয়ার ওপর নির্ভর করছে’। এই চুক্তিতে রাজি না হলে রাশিয়ার ওপর ‘কঠিন’ অর্থনৈতিক শাস্তি আরোপের হুমকি দিয়েছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।
রয়টার্স জানায়, স্থানীয় সময় বুধবার (১২ মার্চ) হোয়াইট হাউসে আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন- ‘এখন যুদ্ধবিরতি রাশিয়ার ওপর নির্ভর করছে, তবে উভয়পক্ষের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা বিষয়টি দেখব। খুব শিগগিরই মার্কিন প্রতিনিধিরা আলোচনার জন্য রাশিয়ায় যাচ্ছেন। আশাকরি, আমরা রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিরতির সম্মতি আদায় করতে পারব। এবং যদি আমরা তা করতে পারি, তাহলে আমি মনে করি এই ভয়াবহ রক্তপাতের অবসান ঘটানোর জন্য ৮০ শতাংশ পথ পাড়ি দেওয়া হবে।’
তবে এর অন্যথা হলে আগাম হুমকিও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, যদি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তিটি প্রত্যাখ্যান করেন, তাহলে রাশিয়ার ওপর ‘কঠিন’ অর্থনৈতিক শাস্তি আরোপ করা হবে।,ট্রাম্প বলেন, ‘আমি এমন কিছু করতে পারি যা আর্থিকভাবে রাশিয়ার জন্য খুবই খারাপ হবে। তবে আমি তা করতে চাই না, কারণ আমি সবসময় শান্তির পক্ষের।’
ইউক্রেন রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নিলেও তবে রাশিয়ার একাধিক সূত্রের বরাতে বৃহস্পতিবার (১৩ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স দাবি করেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতে রাজি হবেন না বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন