নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

যুবলীগ নেতাকে না পে‌য়ে ছে‌লেকে তুলে নি‌য়ে গেল।

আমার দেশ ২৪

বুধবার০৫ ফেব্রুয়ারি ২০২৫

সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমানকে না পেয়ে তার কলেজপড়ুয়া ছেলেকে সাদা পোশাকে তুলে নিয়ে সাতক্ষীরা সদর থানা জ্বালাও পোড়াও  মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বিকেলে আদালতের মাধ্যমে নাঈমুর রহমান প্রান্তকে কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর এলাকায় নিজেদের ঘের থেকে ডিবি পুলিশের একটি দল সাদা পোশাকে তাকে তুলে নিয়ে যায়।

পরিবারের অভিযোগ, পিতাকে না পেয়ে তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে, অথচ তার নামে কোনো মামলা ছিল না। নাঈমুর সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের শেষ বর্ষের ছাত্র বলে জানিয়েছে পরিবার।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা। সংগঠনের আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, ‘থানা পোড়ানোর ঘটনাটি ছিল বহু মানুষের রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ। এ ঘটনায় কোনো ছাত্রকে গ্রেপ্তার করা জুলাই স্প্রিটের পরিপন্থী। এছাড়া, পিতাকে না পেয়ে ছেলেকে তুলে আনা অন্যায়।’

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বলেন, ‘নাঈমুর রহমান প্রান্তকে ৫ আগস্টের থানা পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তিনি ছাত্র নন, বরং একজন মাছ ব্যবসায়ী।

 

 

আরও পড়ুন