নিউজ ডেস্কঃ
রবিবার, ২ মার্চ, ২০২৫
পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনার মসজিদে নববীতে মুসল্লি ও দর্শণার্থীদের সেবায় সার্বিক প্রস্তুতি শেষ করেছে সৌদি কর্তৃপক্ষ। গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সি কর্তৃপক্ষ অনেক পরিকল্পনা গ্রহণ করেছে।
পরিকল্পনার আওতায় নামাজের বিশেষ ব্যবস্থা, নির্ধারিত পরিচ্ছন্নতা সূচি এবং দর্শণার্থীদের সেবা নিশ্চিত করা হবে। খবর গালফ নিউজের রোববার মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, আল রওদাহ আল শরীফা এবং মহানবী হযরত মোহাম্মদ (স.) ও তার দুই সাহাবি হযরত আবু বকর ও হযরত উমর (রা.)-এর রওজায় জিয়ারতকারীদের জন্য বিশেষ প্রস্তুতি নেয়া হয়েছে।
পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে ১৬১টি আধুনিক পরিষ্কারক যান সার্বক্ষণিক মেঝে ধোয়ার কাজ করবে। পাশাপাশি মসজিদ প্রতিদিন পাঁচবার মসজিদ পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হবে। মসজিদে প্রতিদিন চারবার সুগন্ধি ধূপ ছড়ানো হবে, যাতে ইবাদতের পরিবেশ আরও মনোমুগ্ধকর হয়। এছাড়া, মুসল্লিদের আরামদায়ক পরিবেশ নিশ্চিতের জন্য মসজিদজুড়ে ২৭ হাজারের বেশি নতুন কার্পেট বিছানো হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, পর্যাপ্ত আলোর জন্য মসজিদজুড়ে ১ লাখ ৩৮ হাজার ৫৬০টি উন্নতমানের লাইট স্থাপন করা হয়েছে। পাশাপাশি সাড়ে ৬ হাজারের বেশি স্পিকার স্থাপন করা হয়েছে।