নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্টগ্রামে চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০ ভরি স্বর্ণ। আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ। এনসিপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন : মির্জা আব্বাস। নগরীতে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার। ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত আদেশের কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সাতকানিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানকে  লোহাগাড়ায় পুলিশ দেখে পালানোর চেষ্টা, অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার। শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত সায়েন্সল্যাব, ২ দিন বন্ধ থাকবে ঢাকা কলেজ। নারায়ণগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরির সুযোগ।

রাউজানে সাবেক ছাত্রদল নেতাকে গুলি।

শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ 

চট্টগ্রামের রাউজানে পিয়ার মো, চৌধুরী বাবু (৩৮) নামে এক যুবককে গুলি করে ফেলে গেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।আজ শনিবার বেলা ১১টায় রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামের শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দির সংলগ্ন পুকুর পাড়ে এই গুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ পিয়ার মোহাম্মদ রাউজান সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খানখানাবাদ গ্রামের পিয়ার মো, চৌধুরীর বাড়ির হাফেজ মাওলানা নুর মোহাম্মদের ছেলে।তিনি রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে বিএনপির কেন্দ্রী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।

গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ায় হযরত চাঁদ শাহ (রা.) এর বার্ষিক ওরসকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শী আরফাত পিয়ার মোহাম্মদের মা মোরশেদা বেগম বলেন, আমার ছেলে রোজা মুখে নিয়ে পুকুর সেচের কাজ দেখার কথা বলে ঘর থেকে বের হয়েছিল।

১১টার পর খবর পাই ছেলেকে গুলি করে ফেলে গেছে। আমার নিরহ ছেলের উপর যারা গুলি চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শান্তি চাই। প্রত্যক্ষর্দী আরফাত বলেন, আমাকে নিয়ে বাবু ভাই আদ্যপীঠ মন্দিরের সামনের পুকুর সেচ কাজ দেখতে যাই। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বেসরকারি হাসপাতাল এভার কেয়ারে নিয়ে আসি। উনার অবস্থা আশঙ্কাজনক।

অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দির পৌরহিত তপন চক্রবর্তী বলেন, মন্দিরের সামনের পুকুরে ঘাট তৈরির জন্য সরকারি বরাদ্দ এসেছে। সাব কন্ট্রাক্টর হিসেবে পিয়ার মোহাম্মদ কাজটি শুরু করার জন্য পুকুরের পানি সেচ দিচ্ছেন। সে কাজ দেখবাল করতে আসার পর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। আমি ঘটনাস্থলে ছিলাম না। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আসি। আমার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা আছে। পুলিশ ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। ঘটনাস্থল থেকে ৫-৬ রাউন্ড খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অপরাধীদের শনাক্তকরণের কাজ চলছে বলেও দাবি তার। সিসি টিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

 

আরও পড়ুন