নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

রাঙ্গুনিয়ায় টমটম উল্টে নিহত ১, আহত তিন।

আমার দেশ ২৪

শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫

রাঙ্গুনিয়ায় টমটম উল্টে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন। নিহতের নাম মোহাম্মদ ফারুক (২২)।

আজ শনিবার ভোরবেলায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া মডেল থানার সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ফারুক উপজেলার সরফভাটা ইউনিয়নের গোডাউন এলাকার বাসিন্দা জাফর আহম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, টমটমটি উপজেলার সরফভাটা গোডাউন এলাকা থেকে চন্দ্রঘোনা বুইজ্জের দোকান থেকে জ্বালানি কাঠ আনতে যাচ্ছিলো। যাওয়ার পথে রাঙ্গুনিয়া মডেল থানার সামনে এলে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে চার জন আহত হয়।

পুলিশ আহতদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয় এবং গুরুতর আহত ফারুককে চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, দুর্ঘটনায় চার জন হতাহত হয়েছে। এরমধ্যে একজনের মৃত্যু হয়। এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

 

আরও পড়ুন