নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
যমুনা-সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত। আ. লীগ নিষিদ্ধ নিয়ে ‘কয়েকটি কথায়’ যে ইঙ্গিত দিলেন মাহফুজ। যমুনাটিভিসহ চার বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত। রাজধানীর ধানমন্ডির মসজিদে জুমার নামাজ আদায় করলেন ডা. জোবাইদা রহমান। নাগরীক সেবায় সিটি গভর্নমেন্ট ধারণা বাস্তবায়নের বিকল্প নেই। সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের। চট্টগ্রামে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে আমীর খসরু মাহমুদ চৌধুরী। চান্দগাঁও থানা পুলিশ ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে ২৮ আসামী গ্রেফতার। পাকিস্তানে আকাশপথ পরিহার, বিমানের ৩ ফ্লাইটের সূচি বদল।

রাঙ্গুনিয়ায় রক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ড, চার ঘণ্টায় পুড়েছে ৮ একর বনভূমি।

নিজস্ক প্রতিবেদক:

প্রকাশ: রবিবার , ৬ এপ্রিল, ২০২৫

রাঙ্গুনিয়ায় রক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ডে প্রায় আট একর বনভূমি পুড়ে গেছে। আজ রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে আগুন লাগার পর বন বিভাগের কর্মীদের প্রচেষ্টায় ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এই বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বন বিটের দক্ষিণ নিশ্চিন্তপুর এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। সকাল ১১টার দিকে যখন আগুন লেগেছিলো তখন বিটের কর্মীরা অন্য বাগানে কাজ কর ছিলো। বেশ কিছুক্ষণ পর আগুন লাগার খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বন বিটের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন।

দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে যোগ দেন ফায়ার সার্ভিসের কর্মীরাও। পরে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রায়শই এই ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এবারের আগুনে বেশ ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা না গেলেও, এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় জিডি করা হয়েছে।

কোদালা বিট কর্মকর্তা খোন্দকার মাহাবাবুর রহমান জানান, শুষ্ক মৌসুম হওয়ায় গেল রমজান থেকে একাধিকবার ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবারের অগ্নিকাণ্ডে ২০২৩ সালে করা একটা বাগান পুড়ে ছাই হয়ে গেছে। যেখানে বড় বাগানের নিচে ৫ হাজারের অধিক গর্জন, চাপালিশসহ বিভিন্ন পাহাড়ি প্রজাতির গাছের চারা ছিলো। এই সবগুলো গাছ পুড়ে গিয়ে প্রায় ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, এ বিষয়ে থানার জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।উল্লেখ্য, কোদালা বিট এলাকায় গেল রমজানে বনকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ২৪টি সেগুন গাছ লুঠের ঘটনা ঘটেছে। কিছু গাছ উদ্ধার হলেও এখনো অধরা দুষ্কৃতকারীরা।

 

আরও পড়ুন